
বর্তমান খবর,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীর তেরাইল – জোড়পুকুরিয়া ৩৪০ মিটার রাস্তা নির্মাণের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে রাস্তাটির উদ্বোধন করেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য ডা. এএসএম নাজমুল হক সাগর।
গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল আহম্মেদ জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরে আইআরআই ডিপি-৩ প্রকল্পের আওতায় এলজিইডি বাস্তবায়েনে এর ব্যায় ধরা হয়েছে ২৯ লক্ষ ৭ হাজার টাকা।
রাস্তাটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সূধিবৃন্দ।