বীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

বর্তমান খবর,বীরগঞ্জ প্রতিনিধিঃ

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ইং পালিত হয়েছে।

সোমবার ১০ মার্চ বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাঙ্গনে দুর্যোগ মোকাবেলা কিভাবে করতে হয় তা ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মোঃ শহিদুল ইসলাম শিক্ষার্থীদের দেখান।

ডিসপ্লে শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনসান হাবীব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান সরকার। তিনি সকলকে এই দুর্যোগ থেকে সর্তক থাকতে আহব্বান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল উদ্দিন মন্ডল, ওয়াল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি’র প্রোগ্রাম অফিসার সাধন দাস। এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।