ইসলামপুরে ধর্ষণ মামলায় নিরিহদের ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

বর্তমান খবর,জামালপুর প্রতিনিধি:

ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিরিহ ব্যাক্তিদের ধর্ষণ মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের ৭নং ওয়ার্ড বাসীর আয়োজনে পৌরসভা সামনে মানববন্ধন শেষে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সামনে গিয়ে শেষ হয়।

পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ ভোক্তভোগী এলাবাসীর পক্ষে মোখলেছ,ইলিয়াস,মোস্তফা,বানেছা বেগমও রেনুসহ অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “শহরের পলবান্ধা ভাটিপাড়া থেকে নিখোঁজ হওয়া একটি প্রতিবন্ধী মেয়েকে কে বা কাহার ধর্ষণ করেছে আমরা জানিনা। কিন্তু ওই প্রতিবন্ধীর পরিবারের পক্ষ থেকে এলাকার নিরিহ ব্যাক্তিদের আসামী করার চেষ্টা চলছে।

আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের নিকট আমরা দাবি জানাই ঘটনার সঠিক তদন্ত করা হয়। এবং নিরিহ ব্যক্তিদের যেন উক্ত ধর্ষণ মামলায় জরানো না হয়।”
প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী দঅফিসার বরাবর একটি স্বারক লিপিও প্রদান করে এলাকাবাসী।