পঞ্চগড়ে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

বর্তমান খবর,রংপুর ব্যুরো:

পঞ্চগড়ে বিএসএফ’র গুলিতে আল আমিন (৩৭) নামে এক বাংলাদেশী কৃষক নিহত হয়েছে। পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তে আজ ৮ মার্চ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের লেফট্যানেন্ট কর্নেল মো. শেখ বদরুদ্দোজা বলেন, শনিবার ভোরে ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিনের বাড়ি হাড়ি ভাসা ইউপির জিন্নত পাড়া গ্রামে। তিনি সুরুজ আলীর ছেলে।

এলাকাবাসী বলেন, আল আমিন দীর্ঘ দিন ধরে গরুর ব্যবসা করেন। শনিবার ভোর রাতে আল আমিনের সাথে কয়েকজন বাংলাদেশী নাগরিক গরু আনার জন্য ভারতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভিতরে বিএসএফ’র সদস্যরা তাদের ধাওয়া করে গুলি করে। এ সময় আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তারপর বিএসএফ সদস্যরা তার লাশ ভারতে নিয়ে যায়।

সংবাদ পেয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. শেখ বদররুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭ এস এলাকায় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটলিয়নের অধিনায়কের সাথে পতাকা বৈঠক করেন।

লেফট্যানেন্ট কর্নেল মো.শেখ বদদ্দোজা বলেন,পতাকা বৈঠকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত দেওয়ার আহŸান জানানো হয়।