
বর্তমান খবর,রংপুর ব্যুরো:
পবিত্র মাহে রমজানে অসহায়,দুস্থ,কর্মহীন,শ্রমিক ও দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার আরিফা জাহান বিথী। মাহে রমজানের প্রথম দিনেই রংপুরের বদরগঞ্জে ২০০ জনের অধিক এতিম ও বৃদ্ধ মা-বাবাকে ইফতার করানো হয়।
পর্যায়ক্রমে তিনি রংপুর জেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ,ইফতার পার্টিসহ খাদ্য সহায়তা প্রদান করার উদ্যোগ নিয়েছেন স্বেচ্ছাসেবী নারী ক্রিকেটার আরিফা জাহান বিথী।
পবিত্র মাহে রমজানের প্রথম দিন গত ২ মার্চ রবিবার রংপুর সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের ঘনবসতিপূর্ণ স্টেশন পাটবাড়ি ও খেড়বাড়ি এলাকায় অসহায় দুস্থ, এতিম ও বৃদ্ধ মা-বাবাসহ কর্মহীন দুই শতাধিকের বেশি রোজাদার ব্যক্তিকে নিয়ে ইফতারের আয়োজন করে আরিফা জাহান বিথীর প্রতিষ্ঠিত উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন।
চলতি রমজান মাসে ছয় হাজার রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর উদ্যোগ নিয়েছেন বিথী। তার উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছেন অনেকেই। আরিফা জাহান বিথী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এতিম,দুস্থ,অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। সেই দায়বদ্ধতা থেকে মাহে রমজানে রোজাদারদের ইফতার করানোসহ ইফতারসামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছি।
প্রতিদিন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ২০০ রোজাদারকে ইফতার প্যাকেট বিতরণ করা হবে। এভাবে রমজানে ছয় হাজার রোজাদারকে ইফতার দেওয়া হবে। ইফতারের একেকটি প্যাকেটের খরচ হচ্ছে ৮০ টাকা। পোলাও, মুরগি, জিলাপি, বুট ভুনা, খেজুর, শসা, গাজর, তরমুজ ইত্যাদিসহ একেক দিন একেকটি আইটেম থাকবে প্যাকেটে।
প্রতিদিন ২০০ জন রোজাদারের জন্য খরচ পড়বে ১৬ হাজার টাকা। একমাসে অর্থাৎ রমজানের ৩০ দিনে সর্বমোট খরচ পরবে ৪ লক্ষ ৮০ হাজার টাকা। তিনি বলেন, এই কার্যক্রমে সামর্থ্য অনুযায়ী যে কেউ সহযোগিতা করতে পারবেন। একটি প্যাকেটের জন্য ৮০ টাকা করে, অথবা এক দিনে ২০০ জনের দায়িত্ব নিতে যে কেউ এগিয়ে আসতে পারবেন।
এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কেউ যদি পরিচয় গোপন রাখতে চান,তাও করা হবে। এই উদ্যোগে কেউ সহযোগিতা করতে চাইলে বিকাশ ও নগদ করতে পারেন +৮৮০১৮৬৭৫৭৮২৩০ নম্বরে। এ ছাড়া রকেট নম্বরেও +৮৮০১৮৬৭৫৭৮২৩০৬ সহযোগিতা পাঠাতে পারেন।
প্রসঙ্গত,আরিফা জাহান বীথি ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগ প্রথম বিভাগ ক্রিকেটে খেলেছেন। ২০১৭ সালে অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে ক্রিকেট অবসরে যান।
ঢাকা থেকে রংপুরে ফিরে ২০১৯ সালের ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে রংপুর জেলা স্টেডিয়ামে নারীদের জন্য উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি নামে প্রশিক্ষণ একাডেমি করেন বিথী। সেখানে কয়েকশ নারীকে বিনামূল্যে ক্রিকেট প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।