
বর্তমান খবর,রংপুর ব্যুরো:
রমজান মাসের প্রথম দিনেই ইফতারের বাজার রমরমা। তবে গত বছরের চেয়ে এবার প্রতিটি পদের দাম বেশি। দাম বেশি হলেও প্রথম রোজার ইফতারের স্বাদ নিতে অনেককেই ভিড় জমাতে দেখা গেছে ইফতারের দোকানগুলাতে।
রবিবার দুপুরের আগে থেকে দোকানগুলোয় বিভিন্ন মুখোরোচক ইফতারি সাজিয়ে রাখা হয়। বিকাল হতেই শুরু হয় বেচাকেনা। অনেক দোকানে লাইন দিয়ে ক্রেতাদের ইফতার ক্রয় করতে দেখা গেছে। পুরুষের পাশাপাশি নারীরাও পছন্দের ইফতার করেছে।
২ মাচ রবিবার রংপুর নগরীর জাহাজকোম্পানির মোড়.পায়রা চত্বর.স্টেশন রোড,কাচারি বাজার,জিএল রায় রোড,মাহিগঞ্জ,সাতমাথাসহ বিভিন্ন এলাকায় দেখা যায়,দুপুর গড়িয়ে বিকাল হতেই অভিজাত রেস্টুরেন্ট থেকে আরাম্ভ করে ফুটপাতের দোকানগুলোতে রকমারি ইফতারের পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। সেই সাথে চলছে রমরমা বেচা কেনা।
আরিফা সুলতান সীমা বলেন,প্রথম রোজা বলে একটু আগেভাবেই ইফতার জন্য পছন্দের ইফতার ক্রয করতে এসেছি। রোজার প্রথম দিকে সাধারণত অনেকেই বাড়িতে ইফতার আয়োজন করে থাকেন। ফলে হোটেল রোস্তরাগুলোতে খুব একটা ভীড় দেখা যায়না। তবে সপ্তাহখানেক পেরুলে বিভিন্ন হোটের রোস্তরায় ইফতার পাটি জমে উঠবে।
নানা পদের ইফতারির মধ্যে রয়েছে পিয়াজু,বেগুনি,আলুর চপ,ছানার পোলাও,হালিম.শাহী জিলাপি,কাবাব,গ্রিল চিকেন,বুন্দিয়া,গরুর কালো ভুনা,কাচ্চি,মগজ ভুনা,চিংড়ি বল,পরোটা,লুচি,চিকেন তান্দুরি,চিকেন বটি কবাব,দই চিড়া ইত্যাদি।
এছাড়া রোজার প্রথম দিনে ফলের প্রতিও আগ্রহ দেখা গেছে। নগরীর সিটি বাজারে দেখা যায় আপেল,কমলা,কলা,বাঙ্গি,তরমুজ,আনারসসহ হরেক রকমের খেজুর বিক্রি হচ্ছে।