জাতীয় করণের দাবীতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির

বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি:
এমপিওভুক্ত শিক্ষকদের চাকুরী জাতীয় করণের লক্ষে শিক্ষক কর্মচারী জাতীয় করণ প্রত্যাশি মহাজোট কর্তৃক আয়োজিত জাতীয় প্রেস ক্লাবে লাগাতর অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিয়ার ২৭ ফেব্রুয়ারি ২০২৫ইং, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অফিসে রাত ৮টার সময় এক সম্মেলনের মাধ্যমে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী, সিনিয়র সভাপতি ও র্যানার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, সহ-সভাপতি ও মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আফজাল মিয়া, সাধারণ সম্পাদক ও আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আখতার হোসেন, কোষাধ্যক্ষ/অর্থ সম্পাদক ও ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল মুতালিব, মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ খলীলুর রহমান-সহ প্রমুখ।
তারা বলেন, শিক্ষক কর্মচারী জাতীয় করণ প্রত্যাশি মহাজোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি ও শিক্ষক নেতা মোজাম্মিল স্যারের উপর পুলিশি হামলার, তদন্তপূর্বক বিচারের দাবিজানাচ্ছি।
আরও বলেন, আগামী পবিত্র ঈদুল ফিতরের আগে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের শত ভাগ ঈদ বোনাস ও অন্যান্য সুযোগ সুবিধা সরকারী শিক্ষক দের মত দেওয়ার জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্ঠা ও শিক্ষা উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তা নাহলে- এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যে আন্দোলন শুরু করেছেন, তা দাবী আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে, এবং আন্দোলনের চুড়ান্ত রূপ হবে বিদ্যালয় গুলোতে তালা কর্মসূচি। এতে বিদ্যালয়ের পাঠদান-সহ সকল কার্যক্রম বন্ধ থাকলে দায় দায়ীত্ব বর্তমান সরকারকেই নিতে হবে।
যে উদ্দেশ্য নিয়ে বৈষম্য বিরুধী আন্দোলন সংগ্রাম করে বিগড় সরকারের পতন হয়েছিল, আর সে বৈষম্যই যদি আবার ও মাথা ছারা দিয়ে উঠে তাহলে আমরা এম পি ও ভুক্ত শিক্ষাক কর্মচারী গণ আমাদের ন্যায্য দাবী আদায়ে জন্য রাজপথে আছি থাকব। এই দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বনা।
পরিশেষে আমাদের ন্যায্য দাবীর পক্ষে শিক্ষাকবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করে এখানেই শেষ করছি।