
বর্তমান খবর,রংপুর ব্যুরো:
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার এইচ ই সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, গত ১৬ বছর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক ছিল না। বর্তমান সরকার পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে কাজ করছে।
আমরা সম্প্রতি বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। আজ ২৬ ফেব্রæয়ারি বুধবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি হয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এইচ ই সৈয়দ আহমেদ মারুফ বলেন, বাংলাদেশে শুল্ক মুক্ত পণ্য রপ্তানিতে কাজ করছে পাকিস্তান সরকার। দু’দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে আমরা নানা সুপারিশ পেয়েছি। পাকিস্তান সরকার বাংলাদেশের সাথে বাণিজ্য স¤পর্ক উন্নয়নে আন্তরিক।
তিনি আরও বলেন, পাকিস্তান সরকার বাংলাদেশের সাথে শুধু ব্যবসা-বাণিজ্যই নয়, অর্থনীতি, সংষ্কৃতিসহ দুই দেশের জনগণের সাথে জনগণের স¤পর্ক উন্নয়ন করতে চায়। এর মাধ্যমে দুই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। আমরা ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা চাই আগামীতে বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানে অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে তাদের পণ্যের বাজার সৃষ্টি কববেন।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় রংপুরের আমদানি-রপ্তানিকারকরা দু’দেশের মধ্যে বাণিজ্যিক স¤পর্ক উন্নয়নে নানা সুপারিশমালা তুলে ধরেন।