জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, দু’জনকে জীবিত উদ্ধার

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে। ছবি: বাসস

বর্তমান খবর,ডেস্ক রির্পোট :

রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারে লাগা আগুন ঘন্টা দুয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।  এ ঘটনায় দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩৭ পুরান পল্টন কালভার্ট রোডের জামান টাওয়ারের চতুর্থ  ও পঞ্চম তলায় বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৯টি ইউনিটের চেষ্টায় ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।

তিনি বলেন, ভবনটি থেকে আমরা দু’জনকে জীবিত উদ্ধার করেছি।

তিনি জানান, ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে  ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ৫টি ইউনিটের কাজ করতে হয়নি।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেননি তিনি। হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি।