
বর্তমান খবর,রংপুর ব্যুরো:
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম জীবন,মামুনুর রশীদ ও মোহাম্মদ আলী নামে তিন ব্যক্তি নিহত হয়েছে। এসময় ৬ ব্যক্তি আহত হয়। একটি দুর্ঘটনা ঘটে নগরীর লালবাগ এলাকায় অপরটি নব্দীগঞ্জ এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়,আজ ২৩ ফেব্রæয়ারি রবিবার বিকালে রংপুর নগরীর লালবাগ এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মনিরুল ইসলাম জীবন নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত জীবন কুড়িগ্রামের উলিপুর উপজেলা আছর আলীর ছেলে। এ সময় গুরুতর আহত অবস্থায় মামুনুর রশীদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামনুর রশীদ নগরীর মাহিগঞ্জের রফিকুল বসুনিয়ার ছেলে।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন,নিহতদের লাশ পরিবারের সদস্যদের কাছেহন্তান্তর করা হয়েছে। এদিকে রবিবার বরিশাল চরমোনাই পীরের মাহফিল থেকে লালমনিরহাটের দিকে ফিরছিল যাত্রীবাহি বাস রোজিনা পরিবহন। সকাল ৮টার দিকে বাসটি নগরীর ২৯নং ওয়ার্ডের কলাবাড়ি আনোয়ারুল উলুম কুরআন একাডেমির সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ভুট্টা ক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে লালমনিরহাট আদিমারী পাগলারচর এলাকার ফজলার রহমানের ছেলে মোহাম্মদ আলী নিহত হন।
এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাহিগঞ্জ থানার এসআই সুলতান মিয়া বলেন, দুর্ঘটনার পর থেকে গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।