ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫ইং, ভাষা শহীদদের স্মরণে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী।আরো উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমির জাকির হোসেন-সহ দলের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন প্রমুখ।

সভায় বক্তারা গৌরবের অমর একুশে নিয়ে আলোচনা ও ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।