ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর ফুল সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

বর্তমান খবর,রংপুর ব্যুরো: ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে গিয়ে রংপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ ২১ ফেব্রæয়ারি শুক্রবার মিঠাপুকুর উপজেলার মির্জাপুর রতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর ওই ছাত্রীকে রংপুর ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

এলাকাবাসী বলেন,মির্জাপুর রতিয়া গ্রামের চতুর্থ শ্রেণির ওই ছাত্রী বায়ান্নের ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার সকালে ফুল সংগ্রহ করতে বের হয়। এ সময় রুহুল আমিন (৫০) নামে এক ব্যক্তি তাকে একা পেয়ে ধর্ষণ করেন। এরপর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়।

পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে বৈরাতী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ভুক্তভোগীকে রংপুর ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠান। বৈরাতী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. রফিকুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।