ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ আটক ২

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

বর্তমান খবর,রংপুর ব্যুরো: ঠাকুরগাঁওয়ে ফইজুল ইসলাম গোয়াল ও ফেরদৌস আলম নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন উপজেলার দস্তমপুর গ্রামের মাদক ব্যবসায়ী ফইজুল ইসলাম গোয়াল ও উপদইল গ্রামের ফেরদৌস আলম। তাদের দেওয়া তথ্যে ফকিরগঞ্জ বাজার এলাকার লাকি আকতারের বাড়িতে আভিযান চালিয়ে লাকির শয়ন ঘরের খাটের নিচ থেকে বস্তা ভর্তি ২শত ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। লাকি মাদক কারবারি ফেরদৌসের ভাবী।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন,মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।