
বর্তমান খবর,দিঘলিয়া(খুলনা) প্রতিনিধি :: খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গ্ৰীল কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বিদ্যালয়ের লকারে রক্ষিত নগদ টাকা ও গুরুত্বপূর্ণ ফাইল পত্র নিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সংশ্লিষ্ট থানায় ও উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অবহিত করেছেন।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়,খুলনার দিঘলিয়া উপজেলার এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৩১ জানুয়ারি গভীর রাতে চোরের দল বিদ্যালয়ের গ্ৰীল কেটে ভিতরে প্রবেশ করে লকারে রক্ষিত নগদ টাকা ও গুরুত্বপূর্ণ ফাইল পত্র নিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেছে। শনিবার সকালে হিসাব রক্ষক বিদ্যালয়ে এসে প্রতিটি আলমারির খোলা দেখে প্রধান শিক্ষককে খবর দিলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সংশ্লিষ্ট থানায় ও উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অবহিত করেছেন।
খুলনার দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম মোল্লা জানান,আজ সকালে সংবাদ পেয়ে বিদ্যালয়ে এসে প্রতিটি আলমারির লকার খোলা এবং জানালার গ্ৰীল ভাঙ্গা দেখে থানা পুলিশ ও উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলামকে অবহিত করেছি।
এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন জানান,পুলিশঘটনাস্থল পরিদর্শন করেছে,তবে নৈশপ্রহরী বিদ্যালয়ে কেন অনুপস্থিত ছিল সে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। চুরির মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।