দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে জামালপুর জেলা বিএনপি’র সমাবেশ

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, মে ২০, ২০২৩

বর্তমান খবর,জামালপুর প্রতিনিধি: দ্রব্যমুল্যের উর্ধগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে জামালপুর জেলা বিএনপি সমাবেশ করেছে। শনিবার বেলা ১১টার দিকে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসুচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য দেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য দেন,জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমারান সালেহ প্রিন্স,সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল হক,স্থ্নীয় বিএনপি নেতা, সুলতান মাহমুদ বাবু,মোস্তাফিজুর রহমান বাবুল,শহিদুল হক খান দুলাল ও শুভ প্রমুখ।

সমবেশে সভাপতি করেন জেলা বিএনপি’সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। সমাবেশ সঞ্চালনা করেন,এডঃ শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।