কোটালীপাড়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

বর্তমান খবর,কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকাদান কার্যক্রম ২০২৩ উপলক্ষে কোটালীপাড়া উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্ত এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন – উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পুষ্পেণ কুমার সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রাণী সরকার,স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি’র এমডিভি এক্সপার্ট ডা. এম. মুজিবুর রহমান, এমডিভি ফিল্ড সুপারভাইজার মোঃ মুক্তার উদ্দিন,এমডিভি সুপার ভাইজার মোঃ শহিদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধিগণ ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. আবির আহমেদ জামান ও ডা. ঈশিতা মণ্ডল।