সাবেক প্রধানমন্ত্রি,মন্ত্রি,এমপি ও অর্থ যোগানদাতা বিভিন্ন ব্যবসায়ী মোস্তফা কামাল( ফ্রেশ গ্রুপের চেয়ারম্যান)সহ ২৬৫ জনের বিরূদ্ধে যাত্রবাড়ী ও দারুস সালাম থানায় হত্যা মামলা দায়ের

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪
সাবেক প্রধান মন্ত্রি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বাদিকে নিচে মোস্তফা কামাল(চেয়ারম্যান ফ্রেশ গ্রুপ),হাসান মাহমুদ

শেখ হাসিনা,ওবায়দুল কাদের,আসাদুজ্জামান খান কামাল,হাসান মাহমুদ ও অর্থ যোগানদাতা বিভিন্ন ব্যবসায়ী মোস্তফা কামাল(ফ্রেশ গ্রুপের চেয়ারম্যান) সহ ২৬৫ জনের বিরূদ্ধে যাত্রবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরনে জানা যায়, ৫ই আগষ্ট ২০২৪ শান্তি পূর্ন বৈষম্য বিরোদী ছাত্র আন্দোলনের সময় আন্দোলন বানচাল,ঠেকাতে,আন্দোলনকারীদের উপর গুলি বষর্ণ,গুম খুনের প্রতক্ষ্য ও পরোক্ষ খাবে নির্দেশদাতা ও অর্থ যেগানাদাতা কয়েকজন ব্যবসায়ী মোস্তফা কামাল(চেয়ারম্যান ফ্রেশ গ্রুপ)সহ ২৬৫ জনের বিরুদ্ধে মোসা:কানিজ ফাতেমা বাদী হয়ে ২৯ অক্টোবর ২০২৪ ইং যাত্রাবাড়ী থানা হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৬১/২৫(৬)/১ ২৯/১০/২৪ইং ধারা ৩০২,১০৯,১১৪, পেনাল কোড ১৮৬০ মোতাবেক প্রতক্ষ্য ও পরোক্ষভাবে প্ররোচনায় খুন করার অপরাধে মাতুয়াইলের বাসিন্দা যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন।

এছাড়া অন্য আরেকটি মামলাতেও মোস্তফা কামাল(ফ্রেশ গ্রুপের চেয়ারম্যান)সহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামী করে দারুস সালাম থানায় মামলা করা হয়।

সেখানে মোস্তফা কামাল(ফ্রেশ গ্রুপের চেয়ারম্যান), মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ মেছবাহ উদ্দিন, আব্দুল্লাহ আল নোমান,বাবুল ওরফে বাবু,রাশেদ খন্দকার,সুজন সহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামী করে ১৪৩,৪৪৭,৪৪৮,৩২৩,৩০৭,৩৮০,৫০৬,১১৪,পেনাল কোড ১৮৬০ ধারা মতে শেখ ফরিদ(৩৬) দারুস সালাম থানায় মামলা করেন। মামলা নং ডি আর ৩৪৯৬(৫)২ তারিখ ১৫.১০.২৪ইং।

মামলার বিবরনে বলা হয়, মোস্তফা কামাল(ফ্রেশ গ্রুপের চেয়ারম্যান) এর নির্দেশে ৫ই আগষ্ট ২০২৪ইং আনুমানিক রাত ১০.০০ সময় অভিযোগকারির ব্যবসায়িক প্রতিষ্ঠান মহানগরী ট্রেডার্স লিমিটেডের ১৩০ শতক জমি যাহা দারুস সালাম থানার অর্ন্তভুক্ত (বেড়িবাধ সংলগ্ন) এর ভিতর ঢুকে জবর দখল,লুটপাট,ভাংচুর করে এবং শেখ ফরিদকে হত্যার উদ্দেশ্যে উর্পযুপরি আঘাত করে। আশেপাশের লোকজন চিৎকার শুনিয়া শেখ ফরিদ ও তার কর্মচারিদের উদ্ধার করতে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় প্রায় পনের(১৫)লক্ষ টাকার বিভিন্ন মালামাল ট্রাকে করে নিয়ে যায়।

উল্লেখ্য,১৩০ শতক জমিটি অগ্রনী ব্যাংকের বন্ধকীকৃত সম্পত্তির প্রতি ব্যবসায়ী মোস্তফা কামালের কুনজর ছিল দীর্ঘ দিনের। অর্থ প্রভাব আর ক্ষমতার অপব্যবহার করে যা চেয়েছে তাই করেছে। চলমান……