রাষ্ট্রীয় মনোগ্রাম প্রনেতা এন এন সাহার আজ ২২তম মৃত্যু বার্ষিকী
রাষ্ট্রীয় মনোগ্রাম প্রনেতা এন এন সাহার আজ ২২তম মৃত্যু বার্ষিকী

রাষ্ট্রীয় মনোগ্রাম প্রনেতা এন এন সাহা
ডেস্ক রিপোর্ট || গণপ্রজাতন্ত্রী বাংলাদেশর সরকারের রাষ্ট্রীয় মনোগ্রাম ও মুজিবনগর সরকারের মনোগ্রাম প্রনেতা বীর মুক্তিযোদ্ধা এন এন সাহার আজ ২২ তম মৃত্যু বা্ষিকী।
২০০২ সালে ২রা সেপ্টেম্বর আজকের এই দিনে তিনি পরলোক গমন করেন। এই উপলক্ষে মরহুমের চার পুত্র সন্তেষ কুমার সাহা,মনোজ কুমার সাহা,চিত্তরঞ্জন সাহা চিতু ও রতন লাল সাহা যৌথ ভাবে চুয়াডাঙ্গা দূর্গা মন্দিরে ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করে। ভাব গাম্ভীর্য পরিবেশে ধর্মীয় প্রাথর্না অনুষ্ঠান পরিচালনা করেন পুরোহিত প্রল্লাদ চক্রবর্তী।