ইসলামপুর গুঠাইল বাজারে অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ভস্মীভূত
ইসলামপুর গুঠাইল বাজারে অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ভস্মীভূত

oppo_0
বর্তমান খবর,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর গুঠাইল বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ছয়টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৩টার দিকে।
জানা যায়, উপজেলার গুঠাইল বাজারে ব্যাবসায়ী শাজাহান মুরগির দোকান থেকে আনুমানিক রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পরে ব্যবসায়ী শাহজাহানের ২ দোকানের ১৫লাখ, হান্নানের মুরগী দোকান৫০ হাজার, ইদ্রিস আলী একটি ফার্মেসী ৫লাখও ফারুকের গোডাউনে ৩লাখ, সোহাগের গোডাউন ৫লাখ সহ মোট ৬ দোকান পুড়ে প্রায় ৩০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
এই ঘটনা রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম ও স্হানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম পরিদর্শন করেছেন।