
বর্তমান খবর,কাশিয়ানী প্রতিনিধি:
শুক্রবার (২ মে) বিকেলে কাশিয়ানী উপজেলার দেবাশুর গ্রামের ইকুল শেখের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘঘনা ঘটে। নিহত সোহলে কাশিয়ানী উপজেলার ভাদুলিয়া গ্রামের লিয়াকত খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা অপর নির্মাণ শ্রমিক আকাশ জানান,নির্মাণাধীন ভবনের দ্বিতল ভবনের ছাদে দাঁড়িয়ে চিলেকোঠার ছাদের সাটারিং খোলার কাজ করছিলেন সোহেল। এ সময় ওই ছাদ ভেঙে তার ওপর পড়লে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার এস আই আইয়ুব হোসেন জানান,লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ গ্রহণের জন্য আবেদন করেছে নিহতের পরিবার।