এস এম রুবেল রানার ঈদের নাটক শ্বশুরবাড়ি ঈদের হাড়ি

প্রকাশিত: ৪:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২

বর্তমান খবর,বিশেষ প্রতিনিধি ঃ বর্তমান সময়ের তরুণ নাট্যনির্মাতা এস এম রুবেল রানা এবারের ঈদুল ফিতরের নির্মিত আসছে একুশে টেলিভিশনের পর্দায় ঈদের বিশেষ ধারাবাহিক শ্বশুরবাড়ি ঈদের হাড়ি,রচনা জাহিদ বাবুল পরিচালনা এস এম রুবেল রানা।

ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত একুশে টেলিভিশনের পর্দায় সম্প্রতি পুবাইলে এই বিশেষ নাটকের শুটিং হয়েছে এতে অভিনয় করেছেন, লারা লোটাস, আশিক চৌধুরী, সেলিম রেজা, আইনুন পুতুল, নিলা ইসলাম, জামাল রাজা,তাবাসসুম মিথিলা,আরো অন্যান্যরা।

ঈদের বিশেষ নাটক জামাই এবং শশুরের মধ্যে বিভিন্ন ধরনের মজার মজার ঘটনা এবং মেসেজ ফুল গল্প নিয়ে নির্মিত রুবেল রানা আরো জানান চ্যানেল নাইনে ঈদের বিশেষ ৭ পর্বের ধারাবাহিক নাটক নায়িকার মা এখন নায়িকা, সুপার এই কমেডি ধারাবাহিক নাটকটি চাঁদ রাত থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত চ্যানেল নাইনে প্রচারিত হবে,আশা করি দর্শকদের ভীষণ ভালো লাগবে।

গল্পটি শুটিং নিয়ে নতুন নির্মাতা নতুন প্রডিউসার এবং নতুন প্রোডাকশন যখন সবাই নতুন প্রথম নাটক বানাতে আসে তখন
তাদের একটার পর একটা ঝামেলা হতেই থাকে, নিরাশ হয়ে যায় একসময় নির্মাতা নায়ক-নায়িকা থেকে শুরু করে সবার পেইন নেয়া শুরু করে একজন নির্মাতা সেকি নাটক বানাবে নাকি সবার আবদার রাখার চেষ্টা করবে মূলত নাটকটি ক্যামেরার সামনে এবং পেছনের মানুষদের এতে অভিনয় করেছেন, চিত্রলেখা গুহ, রত্না, সাব্বির আহমেদ, মুকিত জাকারিয়া, হাসান জাহাঙ্গীর, বাহার, আনোয়ার হোসেন, সেলিম রেজা, আরো অন্যান্য, নাটকটি রচনা করেছেন সজীব চিশতী, পরিচালনা করেছেন রুবেল রানা আশা করি সবার নাটকটি ভালো লাগবে সবাইকে ঈদ মোবারক।