টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
দিনাজপুর প্রতিনিধি:
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম-এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর খামারবাড়ীর উপপরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল ও কৃষি উপকরণ প্রদর্শন করা হয়। এ সময় ১০০ জন কৃষকের মাঝে আমগাছের চারা বিতরণ এবং কৃষি খাতে অবদানের জন্য ২ জন উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।



