‎নাটোর ১ সংসদীয় আসন – লালপুরে জামায়াত প্রার্থীর ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬

‎লালপুর-নাটোর প্রতিনিধি:

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লা সম্বলিত ব্যানার ছিঁড়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপালপুর পৌরসভার মধুবাড়ি এবং ২নং ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এই ঘটনা ঘটে, এই ঘটনায় স্থানীয় জামাত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও প্রতিবাদের ঝড় বইছে।

নাটোর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও লালপুর উপজেলা জামায়াতের আমির মাওঃ আবুল কালাম আজাদ দাবি করেন, শুক্রবার বিকেলে আমার কর্মী-সমর্থকরা বিভিন্ন এলাকায় ব্যানার পোড়ানো ও ছিঁড়ে ফেলা অবস্থায় দেখতে পায়। আমরা এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাব।

তিনি আরও বলেন,আমরা আমাদের কর্মীদের ধৈর্য ধারণ করতে বলেছি। আশা করি, সংশ্লিষ্ট প্রতিপক্ষ প্রার্থী তার সমর্থকদের এসব কর্মকাণ্ড থেকে বিরত রাখবেন। একইসঙ্গে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

দলটির স্থানীয় নেতারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, এমন সন্ত্রাসী কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে। জনগণ আজ স্পষ্ট করে বুঝে গেছে যারা আগুন দিয়ে রাজনীতি করে, তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না।
সত্য ও ন্যায়ের পক্ষে থাকা জামায়াতে ইসলামী শেষ পর্যন্ত বিজয়ী হবে।

এ বিষয়ে জানতে চাইলে লালপুরের সহকারী রিটারনিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো: জুলহাস হোসেন সৌরভ বলেন, বিষয়টি শুনেছি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত সকলকে এধরণের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছি, এবং সুনির্দিষ্টভাবে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাটর-১ আসনে আসনে এবার ৯জন প্রার্থী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন ফারজানা শারমিন (বিএনপি), মাওলানা আবুল কালাম আজাদ (জামায়াত), তাইফুল ইসলাম টিপু (স্বতন্ত্র), ইয়াসির আরশাদ রাজন (স্বতন্ত্র) তিনি প্রতীক বরাদ্দে পর সরে য়াওয়ার ঘোষণা দিয়েছেন, আনছার আলী (বাংলাদেশের ওয়ার্কাস পার্টি), মোঃ আব্দুল্লাহিল বাকী (ইসলামী আন্দোলন) মেহেদী হাসান (গণঅধিকার পরিষদ), মো: সেন্টু আলী (গণসংহতি আন্দোলন) ও মোয়াজ্জেম হোসেন স্বতন্ত্র।