আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) আসরের নামাজের পর মৌলভীবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজিরগাঁও জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল,স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন,মৌলভীবাজার পৌর বিএনপির নেতা সৈয়দ জহির আহমেদ,কানাডা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত নজমুল এবং মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে অনেকেই কোকোর স্মৃতি শেয়ার করেন এবং বলেন, তিনি শুধু ক্রীড়া সংগঠকই নন, বরং উদার মনোভাব ও দায়িত্বশীলতার জন্য আজও মানুষের মনে বেঁচে আছেন।

মৌলভীবাজারের স্থানীয়রা জানান, “এ ধরনের মিলাদ ও দোয়া মাহফিল মানুষের মনকে স্পর্শ করে, পড়লে মনে হয়,আমরা সবাই তার স্মৃতিতে এক হয়ে গেলাম।”