কাশিয়ানীতে বিএনপির নেতার চাঁদাবাজি ও নির্যাতনের বিরুদ্ধে ভুক্তভোগী গ্রামবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বর্তমান খবর,কাশিয়ানী প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতইল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এমদাদুল হকের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতি ও চাঁদাবাজীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। আজ রবিবার দুপুরে উত্তর ধানকোড়া গ্রামের বটতলায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো.নুরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন,ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু মিয়া ১৬ বছর আগে ভাগ্নি জামাই ও প্রতিবেশি ইবাদ শেখের কাছ থেকে একটি জমি ক্রয় করেন। মানবিক দৃষ্টিতে তাদের থাকতে দিলেও সম্প্রতি জমি বুঝিয়ে দিতে বললে উল্টো টাকা দাবী করে। তিনি দিতে অস্বীকার করায় গত ২৯ এপ্রিল রাতইল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এমদাদুল হকের নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়।

তিনি আরো বলেন, গত ২৯ এপ্রিল মামুন নামের এক ব্যক্তিতে হত্যার হুমকি দেন ও আখের শেখের ঘের দখল করে মাছ লুটের চেষ্টা করে। জমি নিয়ে বিরোধের জেরে মোস্তফা শেখের দাঁড়ি টেনে ছিড়ে ফেলেন ওই বিএনপি নেতা।
এছাড়া পোষ্টার ছেড়ার অভিযোগ এনে বিভিন্ন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন এবং কাশিয়ানী থানার ততকালীন ওসি শফিউদ্দিনের যোগসাজসে এলকার লোকজনকে হত্যা মামলার আসামি করার হুমকী দেয়াসহ হয়রানী করে।
এছাড়াও ওই বিএনপির নেতার বিরুদ্ধে ইতনা খেয়াঘাট দখল ও পরানপুর পশুর হাট থেকে চাঁদাবাজীরও অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। তারা দ্রুত তদন্ত করে ওই বিএনপি নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।
এসময় সম্মেলনে ভুক্তভোগী মো. বাচ্চু মিয়াসহ গ্রামাসী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।