বয়ে নিরবধি:
জ্যোৎস্না রহমান
এ দেহে থাকিবে যতদিন প্রাণ
তোমায় শুধু ভালবেসে যাব।
বহমান নদীর পাড়ে হেঁটে যাব
তোমার কথা ভেবে
তোমার হাতের স্পর্শ অনুভূব করব
তীরের বৃক্ষের ছায়ায় বসে।
আমি তোমাকে ভালবাসি, ভালবাসি
নদীর চলমান নৌকাতে তোমার কোলে
মাথা রেখে মাঝির ভাটিয়ালি গান শুনব
আমার কালো কেশগুলি স্পর্শ করবে
এভাবে কেটে যাবে সারাবেলা।
জ্যোৎস্নার চাঁদের আলোতে আমি
তোমাকেই দেখে যাব
বার বার শুধু বলব
তোমাকে ভালবাসি
জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত
আমি তোমার প্রতিক্ষায় থাকবো।।
Leave a Reply