ইসলামপুর (জামালপুর)প্রতিনিধি ::
জামালপুরের ইসলামপুর পৌর এলাকায় বোয়ালমারী গ্রামে ধর্ম প্রতিমন্ত্রীর নামে প্রতিষ্ঠিত এফ এইচ খান (ফরিদুল হক খান) বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল (বুধবার) সন্ধ্যায় ২৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অভিবাবকদের হাতে শীত বস্ত্র তুলে দেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল।
এফ এইচ খান বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক তামান্না হেনা রেখার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম,জামালপুর সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রাজু আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,সামজ সেবা কর্মকর্তা রহুল আমীন,প্রতিষ্ঠাতা সভাপতি তারা মিঞা।
সহকারী শিক্ষক আরিফল ইসলামের সঞ্চালনায় এতে কেন্দ্রীয় কৃষকলীগ সদস্য শফিকুর রহমান শিবলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জুলফিকার রহমান,জমিদাতা মাহবুবুর রহমান চুন্নুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন https://www.youtube.com/watch?v=X9H9ICFTfVg
Leave a Reply