রনজিৎ সরকার রাজ,বীরগঞ্জ,(দিনাজপুর) প্রতিনিধিঃ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের মাঝাপাড়ার মৃত সানা উল্যাহ’র ছেলে আজাহারুল ইসলামের অভিযোগ ও বীরগঞ্জ থানার গত ৮ ডিসেম্বর’২০ তারিখে দায়েরকৃত মামলা নম্বর ৫ মোতাবেক জানা যায়, বাদীর কলেজ পড়ুয়া নাবালক মেয়ে আর্নিকা খাতুনকে প্রতিবেশী হামিদের ছেলে সবুজ প্রেম নিবেদন ও কুপ্রস্তাব দিয়ে আসছিল।
মেয়ে ও তার পরিবার এ ঘটনার বেশ কয়েকবার ঝগড়া বিবাদও হয়েছে বলে গ্রামবাসীরা জানান। গত ২ ডিসেম্বর’২০ দূপুরে কলেজ ছাত্রী কোচিং সেন্টার বীরগঞ্জ শহরে যাওয়ার সময় কুড়িটাকিয়া স্কুলের নিকট পৌছিলে সবুজ, জাহিদুল ও সাত্তার জোর পুর্বক আমার নাবালক মেয়েকে অজ্ঞাতনামা একটি মাইক্রো বাসে তুলিয়া বিবাহের উদ্দেশ্যে অপহরন করে।
ঘটনার প্রত্যক্ষ আঃ মজিদ, আনিসুর রহমান,লাবু মিয়া সহ স্থানীয় অনেকে দেখেছেন ও জানেন মর্মে বাদী স্বীকার করেন। অনেক খুঁজাখুঁজি করে কোথাও সন্ধান না পেয়ে থানায় মামলা করতে বাধ্য হন।
মামলার তদন্তকারী পুলিশ অফিসার দীর্ঘ ১৮ দিন পেরিয়ে গেলেও আমার মেয়েকে উদ্ধার করতে না পারায় তিনি হতাশ। তদন্তকারী পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ভিকটিম এলাকার বাহিরে পালিয়েছে, তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্ত অন্যরাও পলাতক রয়েছে।
Leave a Reply