বেলাল আজাদ, কক্সবাজার প্রতিনিধি ::
কক্সবাজারে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান হত্যার ঘটনায় তার সহযোগী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুই মাদক মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিপক্ষে একটি মামলায় মামলার বাদীপক্ষে নারাজীর আবেদন দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজারের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট (টেকনাফ) আমলী আদালতে টেকনাফ থানায় পুলিশের দায়ের করা মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম এই নারাজীর আবেদন করেন।
আদালতের জনাবা তামান্না ফারাহ আবেদন খানা গ্রহণ করলেও তাৎক্ষণিক কোন আদেশ দেননি। এসময় মামলাটির আসামী শিপ্রা দেবনাথ ও তার আইনজীবী এডভোকেট অরূপ বড়ুয়া তপু এবং সিফাতের আইনজীবী ফখরুল ইসলাম গুন্দু আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তে আসামীর কোন সংশ্লিষ্টতা ও বর্ণিত ঘটনার সত্যতা না পাওয়ায় তদন্ত কর্মকর্তা কর্তৃক আদালতে দাখিল করা চুড়ান্ত প্রতিবেদনের বিপক্ষে নারাজীর আবেদন দাখিল করা হয়েছে।
Leave a Reply