এন.সি জুুুয়েল,কুমিল্লা প্রতিনিধি :: কুমিল্লার হোমনায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে আদর্শ স্কুল মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিল।
তিনি তার বক্তব্যে বলেন মাদকের সাথে কেউ জড়িত থাকলে যুবলীগ করতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা ঘোষিত মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুুুুবলীগকে তৈরি থাকতে হবে।
এলাকা থেকে মাদক ব্যবসায়ীকে বিতাড়িত করতে হবে। হোমনা – তিতাসের কোন যুুুুবলীগের নেতার বিরুদ্ধে মাদকের অভিযোগ থাকতে পারবে না। যুবলীগকে রাজপথে থাকতে হবে।
সম্মেলনটি উদ্বোধন করেন কুমিল্লা ২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহার।
বিশেষ বক্তা হিসেবে ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার হোসেন বাবু। সভাপতিত্ব করেন হোমনা উপজেলা যুবলীগের আহ্বায়ক খন্দকার নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহিন, এম শাহাদাত হোসেন তসলিম, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাষ্টার, হোমনা পৌরসভার মেয়র এডভোকেট মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির এহতেশামুল হাসান রুমি, আতিকুর রহমান পিন্টু, তিতাস উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোঃ নাছির উদ্দিন, হোমনা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার, আ’লীগ নেতা রিপন সিকদার, গোলাম সারোয়ার, হোমনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী কায়সার আহমেদ ও তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদ প্রমুখ।
এ সময় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বলেন, আমার ভাই নিখিল আছে আমার সাথে, এখন আমার শক্তি দ্বিগুণ হয়ে গেল। আমি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক কারবারীদের বিরুদ্ধে কাজ করতে আরও বেশি শক্তি পাব। হোমনা তিতাসের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হব। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত করা হবে হোমনা উপজেলা যুবলীগের আগামী দিনের নেতৃত্ব।
Leave a Reply