মো.শাহাদাৎ হোসেন, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :: পিরোজপুর মঠবাড়িয়ায় ফারজানা নামে এক গৃহবধুকে আজ শনিবার ১১টার দিকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করেছে নেশাগ্রস্থ স্বামী বায়জিদ।
ওই গৃহবধু ফারজানাকে স্বজনরা আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
গুরতর আহত গৃহবধু ফারজানা উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমীন আকনের মেয়ে।
ওই গৃহবধুর বাবা রুহুল আমীন বলেন, গত এক বছর আগে প্রতিবেশী ভাই জাকারিয়া বাদলের ছেলে বায়জিদের সাথে বিয়ে হয় ফারজানার। বিয়ের পর জামাই নেশাগ্রস্থ হওয়ায় সম্প্রতি ফারজানা স্বামীর বাড়িতে যাবেনা বলে জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জামাই বায়জিদ আমার বাড়িতে এসে ফারজানাকে কুপিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোহেল রানা বলেন, ফারজানার মাথাসহ শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি আ,জ,মো, মাসুদুজ্জামান জানান,ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্খা নেয়া হচ্ছে ।
Leave a Reply