ইসলামপুর প্রতিনিধি :: জামালপুরের ইসলামপুরে ঐতিহাসিক ১৮জিলহাজ মাওলার ১৪৩০তম অভিষেক দিবস উপযাপন উপলক্ষে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও ভাব সঙ্গীত অনুষ্ঠান হয়েছে।
লালনচর্চা ও সাধনা কেন্দ্র আয়োজনে বঙ্গবন্ধু মোড় সর্দার মটরস সংলগ্ন সাধনা কেন্দ্র হলরুমে রবিবার সন্ধ্যায় এই অভিষেক দিবস উপদাপন হয়।
তরিকতে আহলে বাইত সাবেক সভাপতি ও ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল এতে সভাপতিত্ব করেন।
এতে তরিকতে আহলে বাইতের উপদেষ্টা শামছুল হক মমিন মাস্টার প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যতম আলোচক ছিলেন আর্ন্তজাতিক লালন গবেষক আবদেল মাননান। এতে ইসলামপুর সরকারী কলেজের অধ্যক্ষ সুলতান সালাউদ্দিন,উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খারেক আকন্দ , রোজিনা আক্তার চায়না,চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,আঃ মালেক,আঃ সালাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
পরে এক ভাব সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply