নাটোরের বড়াই গ্রামে জাতীয় সরকার দিবস উন্নয়ন মেলা সমাপনী

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

বর্তমান খবর,নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াই গ্রামে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ সমাপনী উপলক্ষে আলোচনা সভা আজ মঙ্গলবার বিকেলে উপজেলার হল রোমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান টি আয়োজন করেন বড়াই গ্রাম উপজেলা প্রশাসন।

মহিলা বিষয়ক কর্মকরতা মোছাঃ হাবিবা সুলতানা এর পরিচালনায়,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার জনাব,মোঃ আবু রাসেল।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান বড়াই গ্রাম উপজেলা পরিষদ জনাব,মোঃ আতাউর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব,মোঃ জাকির হোসেন,মেয়র বন পাড়া পৌরসভা, জনাব,মোঃ বোরহান উদ্দিন মিঠু, সহকারী কমিশনার (ভুমি) বড়াই গ্রাম, মোঃ আবু সিদ্দিক,ইনচার্জ বড়াই গ্রাম থানা, মোঃ মমিন , চেয়ারম্যান,বড়াই গ্রাম ইউনিয়ন পরিষদ, মোঃ আকবর আলী,চেয়ারম্যান জোয়ারিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ আজাদুল বারী দুলাল, চেয়ারম্যান পাঁচ নং মাঝগাও ইউনিয়ন পরিষদ, মোছাঃ শারমিন সুলতানা, কৃষি অফিসার, মোঃ রবিউল ইসলাম, প্রকৌশলী এলজিইডি,বড়াই গ্রাম।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।