নেছারাবাদে নব নির্বাচিত ইউপি সদস্যের শপথ গ্রহন

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

বর্তমান খবর,নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা : নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে নব নির্বাচিত ইউপি সদস্য এমএম হাসানুর রহমাকে শপথ পড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার তার অফিস কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান। এরপর সদস্য শপথ পত্রে স্বাক্ষর করেন। উল্লেখ্য গুয়ারেখা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ হান্নান শেখ মৃত্যু বরণ করায় পথটি শুন্য হয় এবং গত ১৭ জুলাই উপ-নির্বাচনে এমএম হাসানুর রহমান জয় লাভ করেন।