বাদীকে জীবননাশের হুমকির অভিযোগ হামলা,ভাংচুরের ঘটনায় ১০ দিনেও গ্রেফতার হয়নি আসামীরা

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

বর্তমান খবর,চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে এক হিন্দু পরিবারের বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়েরের ১০দিন পেরিয়ে গেলেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে সুবিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারটি। মামলা তুলে নিতে জীবন নাশের হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। চিলমারী মডেল থানার পুলিশ বলছে আসামি গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুদের জের ধরে গত ৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দফাদারপাড়া গ্রামের শ্রী সাগর চন্দ্র দাস (২১) এর বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলার সময় বালামনি (৪০), নারায়ন চন্দ্র দাস (৫৫) ও শ্রীমতি সান্তনা রাণী (২০)কে মারধর ও বিবস্ত্র করা হয়। ছিনিয়ে নেয় একটি স্বর্ণের চেন। পরে মন্দির ও বসত ঘরের বেড়া ভাংচুর করে এবং ঘরে ঢুকে ওয়ার ড্রপের ড্রয়ার থেকে নগদ এক লক্ষ টাকা নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পরিবারটির আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে চিলমারী হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনায় বকুলতলা গ্রামের মমিনুল ইসলাম, ইব্রাহিম আলী, জামিনুল ইসলাম, আব্দুল লতিফ, জনি মিয়া ও আমিনুল ইসলামকে আসামী করে মামলা দায়ের করে শ্রী সাগর চন্দ্র দাস।

মামলার বাদী সাগর চন্দ্র জানান, আমরা আতঙ্কিত। পুলিশকে বার বার বলার পরও কোন আসামী গ্রেফতার করছে না। আসামীরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াছেন এবং আমাকে ও পরিবারের লোকজনকে মামলা তুলে নেয়ার জন্য হুমকী দিচ্ছেন।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে পরদিন বিকেলে চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ দিকে আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চিলমারী উপজেলা শাখার সভাপতি সচিন্দ্র নাথ বর্মন, সাধারণ সম্পাদক শ্রী ভারত চন্দ্র দাস, বালাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কর্ণধর বর্মা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ডাঃ সলিল কুমার বর্মণ, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি মিলন চন্দ্র বর্মন, নির্বাহী সভাপতি মনোরঞ্জন বর্মন, সাধারণ সম্পাদক মহন চন্দ্র বর্মণ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সঞ্জয় কুমার সরকার। তারা অবিলম্বে আসীমীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণের দাবী জানিয়েছেন।