
বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে জুড়ী থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার জুড়ী উপজেলার পোস্ট অফিস রোড, কলেজ রোড বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।


উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পোস্ট অফিস রোডে অবস্থিত মা জেরিন ফার্মেসীকে ১২ হাজার টাকা, রহিম ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, কলেজ রোডে অবস্থিত মা মণি ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।