ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে – মৌলভীবাজারে জাহাঙ্গীর কবির নানক

বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুলের নেতৃত্বে পুতুল নাচের আন্দোলন চলছে। খালেদা জিয়া ও তারেক জিয়া দন্ডিত আসামী, তারা কখনও নির্বাচনে আসতে পারবে না। এ জন্য তারা কোনদিন কাউকে নির্বাচনে আসতে দিবে না। তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করে বিএনপিকে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসার আহবান করেন।


শনিবার ২৬ আগস্ট দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট মাস স্মরণে শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান, সেলাই মেশিন বিতরণ ও কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলো বলেন। জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ এমপি, পুলিশ সুপার মনজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে। শুরুতেই বক্তব্য রাখেন, চা শ্রমিক প্রতিনিধি ও রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত। পর্যায়ক্রমে একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, এম এমদাদুল হক মিন্টু, জেলা পরিষদের প্যানের চেয়ারম্যান বদরুল ইসলাম, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ শিপার উদ্দিন আহমদ, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক ও সহ-সভাপতি অপুর্ব কান্তি ধর, কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে ১৫ লাখ টাকার মেধাবৃত্তি, ১০০টি সেলাই মেশিন, ১৫ লাখ টাকার ক্রীড়াসামগ্রী এবং ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্তদের আর্থিক অনুদান দেওয়া হয়।
এছাড়া পাবলিক লাইব্রেরি ও রেড ক্রিসেন্টকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।