মৌলভীবাজার জেলা বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ১৯ আগষ্ট, বিকাল চার ঘটিকায় পদযাত্রা শহরের চাঁদনীঘাট মুক্তিযোদ্ধা চত্তর থেকে শুরু করে এম সাইফুর রহমান রোডস্থ ওয়েষ্টার্ণ রেষ্টুরেন্ট এর সম্মুখে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পদযাত্রা পরবর্তী সমাবেশে জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাগত কিশোর দাস চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, মৌলভীবাজার জেলা কৃষকদলের সদস্য সচিব মোনাহিম কবির, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সিনিয়র সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাদশা, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় তাঁতীদলের নির্বাহী সদস্য আব্দুল হক, জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি আবু বক্কর, শহীদ, সাহেদ, জেলা জাসাস এর যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান জুনেদ, জেলা যুবদল নেতা এম এ নিশাত, এডভোকেট সৈয়দ নেপুর আলী, সৈয়দ তানভীর আলী, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান বেলাল প্রমুখ।

এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বক্তব্য রাখেন। এছাড়া তিনি তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের আহবান জানান।