
বর্তমান খবর,কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর বাদশা মিয়ার বাজার এবং রানীর বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় এলাকার ডিমের আড়ত,মুুদির দোকান,কাঁচা বাজার,মুরগী ও মাছের দোকানে তদারকি কার্যক্রম চালানো হয়।


অভিযানে ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, অতিরিক্ত দামে ডিম বিক্রি, মূল্য তালিকা না থাকায় চার প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়।বুধবার(১৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।