নেছারাবাদে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

বর্তমান খবর,,নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতাঃ নেছারাবাদে দোকানে মূল্য তালিকা না থাকসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১২ আগষ্ট) দুপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা সেনিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক গাজী মো. হারুন অর রশিদ ও থানা পুলিশের সহায়তায় সহকারী পরিচালক উপজেলার জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এনায়েত পোল্ট্রি ফিডকে ৫ হাজার টাকা ও মিজান ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন। সহকারী পরিচালক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান আরো জোরদার করা হবে।