
বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি : বড় ভাই লেপু মিয়া (৫৫)কে মিথ্যা মমলায় ফাঁসাতে গিয়ে ছোট ভাই মোঃ ইউনুছ মিয়া (৪২)কে কারাগারে পাঠিয়েছে আদালত।


বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে মৌলভীবাজার ২নং আমলী আদালতের বিচারক বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মিজবাহ উর রহমান কারাগারে পাঠনোর এই নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়,গত ২০ মে শ্রীমঙ্গল উপজেলার ধোবারহাট গ্রামের ইউনুছ মিয়া টাকা পায় বলে বড় ভাই লেপু মিয়ার কাছে টাকা চাইলে সে টাকা না দিয়ে লেপু মিয়াসহ তার পরিবারের সদস্যরা ইউনুছ মিয়াকে মারধর করে গুরুত্বর আহত করার অভিযোগ এনে ১১ অক্টোবর ইউনুছ মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন । মামলা নং ৭ তারিখ ১১/১০ ২০২২। (জিআর-২৯৩/২২) । পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান তদন্ত করে ঘটনার সত্যতা না পেয়ে চুড়ান্ত প্রতিবেদন মিথ্যা বলিয়া আদালতে দাখিল করেন।