জামালপুর ডেঙ্গু রোগী ৩১জন হাসপাতালে চিকিৎসাধীন:বেড সংকটে রোগীদের দুর্ভোগ

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৩

বর্তমান খবর,জামালপুর প্রতিনিধি: জামালপুরের হাসপাতালগুলো দিনে,দিনে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগির সংখ্যা । জামালপুর ২৫০শষ্যা জেনারেল হাসপাতালে বেড সংকটের কারণে রোগীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, জামালপুর ২৫০শষ্যা জেনারেল হাসপাতালে বর্তমানে ১৮জন এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩জনসহ মোট ৩১জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ পক্ষের দাবী ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ডেঙ্গু কর্নার খুলে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পরীক্ষা নিরিক্ষার জন্য যথেষ্ট ডেঙ্গু কীট ও অন্যান্য সরঞ্জাম হাসপাতাল সরবরাহ করছে। তবে উল্টো অভিযোগ ডেঙ্গু রোগীর স্বজনদের। পরীক্ষা নিরিক্ষায় প্রতিনিয়ত হয়রানী হতে হচ্ছে। বাহির থেকেও সেলাইন ক্রয়সহ সহ তাদের পরীক্ষার নামে গুনতে হচ্ছে বাড়তি টাকা তবুও মিলছে না ভালো সেবা। ২৫০শষ্যা জামালপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী সহ৬ শতাধিক রোগী ভর্তি রয়েছে।

হাসপাতালে বেড সংকটের কারণে রোগীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। মেঝেতে রোগীদের চিকিৎসা সেবা হচ্ছে। এছাড়াও বিদ্যুৎতের ঘন ,ঘন লোডসিডিং হওয়াতে ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। নেই কোন বিকল্প জেনারেটর ব্যবস্থা।

বেড সংকট সহ ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা প্রয়োজনীয় ব্যবস্হার কথা জানিয়েছেন জামালপুর ২৫০শষ্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা:মুহা:মাহফুজুর রহমান। চলতি বছরের জানুয়ারী থেকে এখন পর্যন্ত জামালপুরে ৯৯জন রোগি চিকিৎসা নিয়েছে।

জামালপুর ২৫০শষ্যা জেনারেল হাসপাতালে বেড সংকট সহ ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্হার নিবেন এটাই প্রত্যাশা রোগীও স্বজনদের।