
বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি : প্রসব পরবর্তীকালীন মাতৃসেবা ‘পোস্ট-পারটাম ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস’ ক্যাটাগরিতে অবদান রাখার কারণে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে মৌলভীবাজার সদর হাসপাতাল। বৃহস্পতিবার (৬ জুলাই) সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক এর সত্যতা নিশ্চিত করেন।
মূলত প্রসব পরবর্তীকালীন মাতৃস্বাস্থ্য সেবায় বিশেষত ‘পোস্ট-পারটাম ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস’ ক্যাটাগরিতে বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মৌলভীবাজার সদর হাসপাতাল।


বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এর পুরষ্কার প্রদান করা হয়। হাসপাতালের পক্ষে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেন ডা. বিনেন্দু ভৌমিক ও পোস্ট-পারটাম ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসের মৌলভীবাজার কীর্তিমান সদস্যরা।
পোস্ট পারটাম ফ্যামিলি প্ল্যানিং-পিপিএফপি ব্যাপারে ডা. বিনেন্দু ভৌমিক বলেন, প্রসবের পর থেকে এক বছর পর্যন্ত পরিবার পরিকল্পনার জন্য যে কোনো জন্ম নিয়ন্ত্রণের জন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করাই প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা (পোস্ট পারটাম ফ্যামিলি প্ল্যানিং-পিপিএফপি)। এই সার্ভিসের আওতায় প্রসব পরবর্তীকালে মায়েদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে নানা ধরনের দিক নির্দেশনা দেয়া হয়।
ডা. ভৌমিক বলেন, এই পোস্ট পারটাম ফ্যামিলি প্ল্যানিং-পিপিএফপি গ্রহণ করলে মায়েদের প্রসব পরবর্তী মৃত্যু ঝুঁকিসহ মা ও শিশুর সঠিক যত্নের ব্যাপারে বিশেষ সুবিধা ও জ্ঞান লাভ করেন। এই পদ্ধতির মাধ্যমে একটি সন্তান জন্মদানের পর আরেকটি সন্তান নেয়ার আগে বাবা-মা দুজনকেই সঠিক পরিকল্পনায় সহায়তা করে।
মাতৃসেবার বিশেষ এই ক্ষেত্রে বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনের ব্যাপারে ডা. বিনেন্দু ভৌমিক বলেন, অবশ্যই এটা অনেক আনন্দের ব্যাপার। নানারকম প্রতিবন্ধকতা, অপ্রতুলতা এমনকি হাজারো অক্ষমতা ও গাফিলতির ভিড়ে এরকম একটি মনোহরা অর্জন আমাদের কর্মোদ্যোগ ও নিষ্ঠাকে উজ্জীবিত করে।