শ্রীপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২২

বর্তমান খবর,শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন।

চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডলের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিত, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওজেশ আলী বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, দ্বারিয়াপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়ারুল সেখ, জেলা পরিষদের সাবেক সদস্য আরজান বাদশা, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কায়কোবাদ বিশ্বাস কবির, দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক মাসুম কামাল, দ্বারিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল বিশ্বাস প্রমুখ।