শ্রীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩

বর্তমান খবর,শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়। শনিবার সন্ধ্যায় অফিসার ইনচার্জের (ওসি) কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নবাগত অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়, ওসি (তদন্ত) লিটন সরকার, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সহ-সভাপতি এম.আর জিন্নাহ, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক আইয়ুব হোসেন খান ও মোঃ সাইফুল্লাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খান আবু হাসান লিটন, জুলফিকার আলী, মুজাহিদ শেখ, জুয়েল রানা, সৈয়দ তাছিন জামান, মহসীন মোল্যা, জিল্লুর রহমান সাগরসহ অন্যরা।

সভায় উপজেলার মাদক, বিকাশ প্রতারণা, গ্রাম্য কাইজাসহ নানা বিষয়ে আলোচনা করা হয় এবং এ সকল অপকর্ম প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়।