ইসলামপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৩

বর্তমান খবর,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩০কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সদর ইউনিয়নে গঙ্গাপাড়া গ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদুজ্জাৃান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, সহ সভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস,জেলা পরিষদের সদস্য মজিবুর রহমান শাহজাহান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু সহ স্হানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।