ইসলামপুরে তিনটি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত করতে ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৩

বর্তমান খবর,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার শিংভাঙ্গা, বেড়ে গ্রাম ও পাঁচ বাড়িয়াসহ তিনটি গ্রামকে গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সরকারি ইসলামপুর কলেজ মাঠে বাল্য বিবাহ বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।

এছাড়াও এসময় এনজিও পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক গ্যাব্রিয়েল রোজারিও, পারটিসিপ্যাটরী এ্যাকশন ফর রুরাল ইনোভেশন (পারি) এর ইসলামপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, প্রতিনিধি, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, শিশু ফোরাম সদস্যবৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটি সদস্যবৃন্দ, শিশুদের অভিভাবক, যুব ফোরাম সদস্য ও পারি সংস্কার মাঠ পর্যায়ে কর্মী ও স্হানীয় সুধী বৃন্দ উপস্হিতি ছিলেন।