মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩

বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় আদিয়ান (৭) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বুধবার (২৪ মে) সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবিরবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। আদিয়ান ওই এলাকার প্রবাসী আতিকুল হোসেন ইমনের পুত্র। সে রবিরবাজার পুষ্প-নিকেতন কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে শিশু আদিয়ানের দাদা মছলু মিয়া জানান, বুধবার সকালে শিশু আদিয়ানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য খোঁজতে থাকেন। তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে নিজবাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

পরে দ্রুত পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশু আদিয়ানকে মৃত ঘোষণা করেন।