
বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফার দাবিতে জনসমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। (২০ মে) শনিবার জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি এম নাসের রহমানের সভাপতিত্বে বিকাল ৩ ঘটিকায় মৌলভীবাজার পৌর ঈদগা সংলগ্ন মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা.এ.জেড.এম জাহিদ হোসেন ভাইস চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. সাখাওয়াত হাসান জীবন সাংগঠনিক সম্পাদক বিএনপি (সিলেট বিভাগ), কলিম উদ্দিন আহমদ মিলন সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি (সিলেট বিভাগ)।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন, সহ সভাপতি ফয়ছল আহমদ, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, ফরহাদ রশিদ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপির ও সকল ইউনিট বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম.এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদীর রাজু, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক মুনসুর আহমদ, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সহ সম্পাদক মিজান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জুসেফ, প্রচার সম্পাদক রুমান আহমদ, মিহিবুর রহমান, রুমেল আহমদ, জনি আহমদ, আমিরুল ইসলাম পাপ্পু প্রমূখ।