
বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মোহন রবিদাস (৫৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১৩ মে) দিনগত রাতে শ্রীমঙ্গল উপজেলার সোনাছড়া চা বাগান এলাকা থেকে মোহন রবিদাসকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়,শনিবার রাত অনুমান ০৮ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানার এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মেদ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের সোনাছড়া চা বাগানের ১নং লাইনের গ্রেফতারকৃতের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতারকৃতের বসতঘরে তল্লাশি চালিয়ে তার থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মোহন রবিদাস সোনা ছাড়া চা বাগানের বিশ্বনাথ রবিদাসের ছেলে।
এ ব্যাপারে গ্রেফতারকৃতের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।