যথাযথ মর্যাদায় মে দিবস উদযাপন করল শাহ্ আলী থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়ন

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, মে ২, ২০২৩

বর্তমান খবর,ডেস্ক : ১লা মে ২০২৩ শাহ আলী থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়ন,মিরপুর,ঢাকা যথাযথ মর্যাদায় মে দিবস উদযাপন করে। দুপুর ১২ টার দিকে দারুস সালাম রোড থেকে র‌্যালি বের করে মিরপুরের বিভিন্ন রোড প্রদক্ষিন করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এক সমাবেশ করে।

ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ লোড—আনলোড শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শ্রমিকদের ট্রেড ইউনিয়ন সম্পর্কিত অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সমাবেশে শ্রমিকদের ইউনিয়ন করার সময় কিছু স্থানীয় লোকজন ও আড়ৎদের বাধা, অশোভনীয় আচরণ বন্ধ,স্বল্প মূল্যে রেশনিং,স্থায়ী আবাসন ব্যবস্থা, শ্রমের ন্যায্য পারিশ্রমিক প্রদানের দাবি জানান।